
গৃহবধু থেকে জনপ্রতিনিধি,উপজেলা ও জেলার শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন নলছিটির নুরুন্নাহার আক্তার।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের ২০২৫ সালের “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ অদম্য নারী” নির্বাচিত হয়েছেন নলছিটি পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আক্তার রুবিনা।০৯ ডিসেম্বর মঙ্গলবার বেগম রোকেয়া দিবসে ঝালকাঠির জেলা প্রশাসক মো:মমিন উদ্দীনের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।এদিন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:কাওসার হোসেন,জেলার সিভিল সার্জন ডা:মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।স্বামী হারিয়ে দিকহারা সাধারণ গৃহিনী নারী নুরুন্নাহার আক্তার ২০০৪ সালে নলছিটি পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে প্রথম বার স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু মাত্র তিন ভোটের ব্যবধানে পরাজিত হন।কিন্তু পরাজিত হয়েও তিনি হাল ছাড়েন নি,এলাকার মানুষের সুখে দু:খে বিশেষ করে অবহেলিত নারীদের পাশে সব সময় সরব ছিলেন নুরুন্নাহার।যারফলে বিএনপির আদর্শে রাজনীতি করেও আওয়ামী লীগের আমলেও বিপুল ভোটের ব্যবধানে ২০১১ সালে নারী কাউন্সিলর নির্বাচিত হন নুরুন্নাহার।পরবর্তীতে ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ভোটে ব্যপক কারচুপি হলে এ দফায় হেরে যান তিনি।এর পরবর্তী পৌরসভা নির্বাচনে ২০২১ সালে ফের ০৭,০৮,০৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।এছাড়াও তিনি ২০১২ সালে নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এবং ২০১৫ সালে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবেও ৩৩ ভোটের ২৪ পেয়ে সং্খ্যাগরিষ্ঠতায় সদস্য নির্বাচিত হন।সাধারণত স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভা এলাকায় প্রার্থীরা ব্যপক অর্থ খরচ করলেও নুরুন্নাহার এর ব্যতিক্রম,দুই দফায় নির্বাচিত হলেও এক কথায় সাধারণ ভোটারের ভালোবাসায় বিনা পয়সায়ই প্রতিবার নির্বাচিত হন অদম্য এই নারী।নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে নিজ এলাকায় তার সরব ও কঠোর অবস্থান স্থানীয় নারীদের মধ্যে তাকে ব্যপকভাবে জনপ্রিয় করে তুলেছে।
দুই সন্তানের জননী এই নারী নিজ সন্তানদেরকেও শিক্ষিত করে গড়ে তুলেছেন।উচ্চ শিক্ষিত করে মেয়েকে বিয়ে দিয়েছেন,ছেলেকেও শিক্ষিত করে গড়ে তুলেছেন।তার ছেলও একটি বেসরকারি বিদ্যালয়ে চাকরি করছে এখন।নুরুন্নাহার আক্তার রুবিনা নলছিটি পৌরসভার শংকরপাশা এলাকার আব্দুল বারেক সরদার ও কুলসুম বেগম দম্পতির কন্যা।


