
নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলসিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।০৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটায় নলছিটি উপজেলা পরিষদ এর সামনে হে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উপজেলার কয়েকটি শিক্ষার প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হাবিব এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নলছি থানার অফিসার্স ইনচার্জ আরিফুল আলম। স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার্স অব নলছিটির আহবায়ক শাহাদাত ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নলছিটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক শামসুল আলম খান বাহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ এছাড়াও বক্তব্য রাখেন বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক মারজান খান নলছিটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মল্লিক মনিরুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন নল সিটি মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, থানার বল মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস,নলছিটি ডিগ্রী কলেজের ক্রিড়া শিক্ষক জামাল হোসেন খান,স্বেচ্ছাসেবী সংগঠন নেত্রী সাথী আক্তার,লিমা আক্তার,স্বেচ্ছাসেবী মুরাদ হোসেন,ছাত্রদল নেতা আদনান রুবেল, রাকিব হোসেন,কাওসার আহমেদ সাগর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তারা দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বাঁচাতে সকলকে সচেতন হবার আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার বিষয়ে আলোকপাত করেন।


