
নলছিটিতে নির্বাচনী প্রচারণায় জামাত কর্মীদের উপর হামলা,ইসলামি দলগুলোর প্রতিবাদ সমাবেশ।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠী) সংবাদদাতা: ঝালকাঠি -২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম এর নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের উপর দুর্বৃত্ত কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকেলে ইসলামি ও সমমনা আট দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে বিজয় উল্লাস চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঝালকাঠি – ২ আসনের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।এসময় তারা বলেন, সন্ত্রাসের রাজত্ব কেউ মেনে নিবে না। তরুণ প্রজন্ম এক সন্ত্রাসী স্বৈরাচারকে দেশ ছাড়া করেছে। নতুন কেউ স্বৈরাচার সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করলে আবারও প্রতিহত করা হবে।উল্লেখ্য গত সোমবার উপজেলার মোল্লারহাট ইউনিয়নের জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে একজন কর্মীকে একদল দুর্বৃত্ত হামলা করে বলে তারা অভিযোগ করেন। এসময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা প্রভাষক মনির হোসেন ছুটে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়।


