প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ণ
সরিষা ফুল

সরিষা ফুল
মাসুদ রানা
সরিষা ফুল হলুদ সাজে
মাঠে মাঠে ভ্রমর নাচে,
মধু নিতে ব্যস্ত তারা
মাঠে ভরা ফুলের ধারা।
সারি সারি সরিষা ফুল
রমনী দলে পড়ছে দুল,
দলে দলে মাঠের দিকে
বিকাল হলে ছবি আঁকে।
ফুলের সুবাস হাওয়া ভাসে
পাখির দলে ছুটে আসে,
শালিক পাখির কিচিরমিচির
সাদা বকে উড়ে অচিরে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক