প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৭:০১ পূর্বাহ্ণ
হেমন্তের ভোর

হেমন্তের ভোর
এস.এম বিল্লাল
রঙ চটা জানালার গ্লাস খুলে দ্যাখো
শিশির ভেজা সবুজ গালিচা,
নবান্নের কুয়াশা রাঙিয়েছে রাতভর
কম্বল ছেড়ে আসো পা ভিজাও।
উড়িয়ে দাও কিছু ঘাস ফড়িং
হেমন্তের বন্ধনায় মেতে ওঠো,
কৃষকের উচ্ছ্বসিত সকালে
মিশে দ্যাখো দুঃখ ভুলে।
প্রতিবার জন্মাতে ইচ্ছে হবে
জন্মানোর আনন্দে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক