আলোচিত ডাবল মার্ডারের আসামী নরসিংদীর আয়েশা নলছিটি থেকে গ্রেপ্তার।

নলছিটিতে থেকে আলোচিত ডাবল মার্ডার আসামী আয়েশা গ্রেপ্তার

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঢাকার মোহাম্মদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার(২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম।

বুধবার(১০ ডিসেম্বর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকে ও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদ থানার এসি জোন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় করে খবর পেয়ে তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।

  • Related Posts

    নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।

    নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত   নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ঝলকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের অয়োজনে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা…

    হাদীর ওপর হামলার প্রতিবাদে জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ,প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম।

    হাদীর ওপর হামলার প্রতিবাদে জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ,প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *