
নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ঝলকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের অয়োজনে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জোবায়ের হাবিবের নেতেত্বে নলছিটি শহরের ফেরিঘাট এলাকার বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল ইসলাামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো: রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভিন, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো:আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম মোল্লা, গোলাম মোস্তফা, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর -এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো:শাহাদাত হোসেন মনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার আজীম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সহ সম্পাদক মানিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো: শাহাজালাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


