নলছিটিতে নির্বাচন আচরণ বিধি অবহিত করন সভা অনুষ্ঠিত।

নলছিটিতে নির্বাচন আচরণ বিধি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি:

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঝালকাঠি-২ আসনে সম্ভাব্য প্রার্থীর রাজনৈতিক দলসমূহের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিততে সংসদ নির্বাচন আচরণ বিধি অবহিতকরণ বিষয়ক এক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হাবিব। সভায় উপস্থিত আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মো: মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না,সুজন – সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি নলছিটি সমন্বয়ক মো:খলিলুর রহমান মৃধা,নলছিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস তালুকদার, উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মনির ইউ জামান, ইসলামি আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল জিহাদি বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা পড়ে শোনান নলছিটি উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতাদের বলেন কোনো দল বা দলের কোন নেতা কর্মিরা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে কঠিন আইন গত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। 

    নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখ বৃহস্পতিবার নলছিটি উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস যথাযথ মর্যাদার সহিত…

    নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন।

    নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম মহান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *