
নলছিটিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২৪ডিসেম্বর) বারোটায় নলছিটি প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার(ভুমি) রিজভী আহমেদ সবুজ। সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি শিক্ষক(অবঃ) মো. এনায়েত করিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম,নলছিটি পাবলিক লাইব্রেরী ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক(অবঃ) সামছুল আলম বাহার,উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান,জামায়ত ইসলামী নলছিটি উপজেলা শাখার নায়েবে আমির সাইদুর রহমান কবির,ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকত, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্ঝামান,নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু,যুগ্ন সাধারন সম্পাদক কায়কোবাদ তুপুন,নির্বাহী সদস্য খলিলুর রহমান মৃধা,মোস্তাফিজুর রহমান রিপন,সদস্য মশিউর রহমান,মাহবুবুর রহমান তালুকদার,সোহেল রানা,রাজিব কুমার মালো,কৌশিক ইমরান,নাইম মল্লিক,শাকিল খলিফা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের নলছিটি উপজেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলাম(পলাশ)। অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী।


