
ঝালকাঠিতে শিশুদের সাথে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি জেলার একমাত্র খ্রিষ্টান পল্লী নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামে অবস্থিত চার্চে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের শিশুদের সাথে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বৃহস্পতিবার( ২৫ ডিসেম্বর) সকালে রাজাবাড়িয়ার চার্চে সেখানের খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার( ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম উপস্থিত ছিলেন।
চার্চ সভাপতি পলাশ রবিন গোমেজ বলেন, আমরা প্রতিবছরের ন্যায় এবারেও নানান আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বড়দিন পালন করেছি। আমরা এখানে ২২টি খ্রিষ্টান পরিবার স্থানীয় সকল ধর্মের মানুষদের সাথে মিলেমিশে বসবাস করছি। আজকে জেলা প্রশাসক মহোদয় এসেছেন তিনিও আমাদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেছেন।


