
ওসমান হাদির বোন মাসুমা হাদিকে সংসদে শহীদ ওসমান হাদির প্রতিনিধি হিসেবে চায় ছাত্র-জনতা।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ঢাকা-০৮ আসনে আততায়ীর গুলিতে শহীদ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদিকেই সাংসদ প্রার্থী দেখতে চায় দেসবাসী,সেই দাবিতে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে ২৬ ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটায় নলছিটি বাস টার্মিনালে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্ত্বরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শহীদ ওসমান হাদির পরিবার থেকে তার ইনসাফ কায়েমের লড়াই জাড়ি রাখতে ওসমান হাদির প্রতিনিধিত্ব জাতীয় সংসদ পর্যন্ত পৌছানোর জন্য তার বোন মাদ্রাসা শিক্ষিকা মাসুমা হাদিকে সমর্থন জানান এবং তাকে ঢাকা-০৮ আসনের প্রার্থী হিসেবে দেখতে চান বলে বক্তব্য রাখেন বক্তারা।শহীদ ওসমান হাদির বাবা মাওলানা আব্দুল হাদি ওসমান এবং ওমর দুই ভাইকে ছোট রেখেই মারা যান।এরপর থেকেই তাদের দায়িত্ব নেন বোন মাসুমা হাদি।তিনি নলছিটি সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা হিসেবে চাকরি করে যা সম্মানি পেতেন তার পুরোটাই শিক্ষার পেছনে ব্যয় করে এই দুই ভাইকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলেন।
সেই আদরের ভাইকে হারিয়ে এক প্রকার দিশেহারা অবস্থায় পরেছেন মাসুমা হাদি।তবে তিনিও ভাইয়ের মতো বিপ্লবী চেতনায় দেশে ইনসাফ কায়েমের ভাইয়ের স্বপ্নকে লালন করেন।ওসমান হাদির শাহাদাৎ বরনের পরে কয়েকটি যায়গায় তার কয়েকটি বক্তব্যে তার দিপ্ত কন্ঠস্বরের মাধ্যমে ফুটে উঠেছে তার মধ্যেও থাকা ইনসাফ প্রতিষ্ঠার সুপ্ত আগুন।সেখান থেকেই এখন তার এলাকার মানুষ এবং সচেতন মহল মনে করেন শহীদ ওসমান বিন হাদির আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তার বোন শিক্ষিকা মাসুমা হাদিকে সমর্থন করেন এবং সাংসদ দেখতে চান।
এছাড়াও এ বিষয়ে এই আন্দোলনেরই একজন স্থানীয় সমাজকর্মী বালী তূর্য বলেন স্বাধীন দেশের উপর ভিনদেশী আধিপত্যবাদ ও আগ্রাসন এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া ওসমান হাদির পরিবারের প্রতিনিধি হিসেবে তার বোন মাসুমা হাদিকে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত করা আমাদের দায়িত্বে পরিনত হয়েছে।যদি তা নাও হয় অন্তত সংরক্ষিত নারী আসনের একটি তার জন্য অবশ্যই ছেড়ে দেয়া উচিৎ রাজনৈতিক দলগুলোর।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সংগঠক সাথী আক্তার,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক,নাজমুল হাসান টিটু,মামুন হোসেন,আ:আহাদ,ফাইজুল করিম,সিরাজুল ইসলাম,ওমর ফারুক সহ অন্যান্যরা।
এসময় বক্তারা ওসমান হাদির হত্যাকারী ও হত্যায় নির্দেশদাতাদের দ্রুত খুজে বের করে সর্বোচ্চ শাস্তি ফাসি দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।


