কুমিল্লা কবি পরিষদের ৪র্থ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত

অবেলার ডাক।। ‘শুদ্ধ সাহিত্য চর্চা আমাদের অঙ্গিকার’ এই স্লোগান কে ধারণ করে, কুমিল্লা কবি পরিষদ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে। গত ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব এর সঞ্চালনায়, সংগঠনের সভাপতি কবি আবদুল লতিফ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার, কবি শাওন আজগর, কবি মাহমুদুল হাসান নিজামি, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার সহ আরো অনেকে।

সৃজনশীলতাকে ধারণ করে এই সাহিত্য সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার প্রদান-এর মাধ্যমে সম্মানিত করা হয়।

০১। সিইউকেপি সাহিত্য সম্মাননা ও অর্থ পুরষ্কার ২০২৫. ০৭ জন।
০২। বর্ষসেরা আবৃত্তি শিল্পী সম্মাননা ২০২৫. ৫ জন।
০৩। গুনী শিক্ষক সম্মাননা ২০২৫. ১০ জন।
০৪। জাতীয় পত্রিকা লেখক-লেখিকা সম্মাননা ২০২৫. ১১ জন।
০৫। গ্রন্থ সম্মাননা ২০২৫. ০৭ জন।
০৬। ক্ষুদে কবি সম্মাননা ২০২৫. ৭০ জন।
০৭। শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা ২০২৫, ১৭ জন সহ

অসংখ্য গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট, মগ, কলম সহ উপহার সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এমন সুশৃঙ্খল ও মার্জিত অনুষ্ঠান বাংলা সাহিত্যে বিরল। এই অনুষ্ঠান সকলের মনে স্থান করে নিয়েছে। সভাপতি তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন। উপস্থিত সকলকের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।

  • Related Posts

    অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন তিনজন

    অবেলার ডাক।। দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সেরা কবি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখ…

    ভোলায় জলসিঁড়ি সাহিত্য আসরের কমিটি গঠিন

    রিপন শান, ভোলা প্রতিনিধি।। দ্বীপজেলা ভোলার আধুনিক সাহিত্য সংগঠন জলসিঁড়ি সাহিত্য আসরের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে । গতকাল ৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় ভোলা সদরের গঙ্গাকীর্তি হারুন অর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *