
পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে বিরাট ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদন:
পশ্চিম প্রেমহার যুব সংগঠনের উদ্যোগে এক বিরাট ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মারকাজুল উলুম হাফেজী ও নূরানী মাদ্রাসা ময়দান, প্রেমহার–ষাইটপাকিয়া, নলছিটি, ঝালকাঠিতে। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ অহিদুল ইসলাম, প্রশাসক (১নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ) ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নলছিটি, ঝালকাঠি। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করে।
মাহফিলে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীগোষ্ঠীর অন্যতম, বিশ্বব্যাপী প্রখ্যাত কলরব শিল্পীগোষ্ঠী। তাঁদের সুমধুর ইসলামী সংগীত ও পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল এক অনন্য ধর্মীয় আবহে পরিণত হয়। দর্শক-শ্রোতারা গভীর মনোযোগের সঙ্গে সংগীত উপভোগ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মারকাজুল উলুম হাফেজী ও নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। উক্ত পুরস্কারগুলো পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সম্মানিত উপদেষ্টা, সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এবং ১নং ভৈরবপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফারুক খানের ব্যক্তিগত পক্ষ থেকে প্রদান করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, ভালো কাজ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকায় এলাকাবাসীর কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে সুপরিচিত।
এছাড়াও অনুষ্ঠানে মারকাজুল উলুম হাফেজী ও নূরানী মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের মাঝে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের পক্ষ থেকে সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
পুরস্কারগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোঃ অহিদুল ইসলাম। পুরস্কার বিতরণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিম প্রেমহার যুব সংগঠন খুবই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। ভৈরবপাশা ইউনিয়নের মধ্যে এটি একটি অন্যতম সফল আয়োজন। আমি এই সংগঠনের পাশে সবসময় থাকবো।”
তিনি আরও বলেন, সংগঠনের সেক্রেটারি মোঃ সাব্বির আহমেদ ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক চেষ্টা করেছেন—এজন্য তাকেও ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি সবাইকে এই সংগঠনের বিরোধিতা না করে আত্মীয়তার সম্পর্কের মতো একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফল। কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পুরো আয়োজনটি দর্শক-শ্রোতাদের মাঝে গভীর আনন্দ ও প্রশান্তি ছড়িয়ে দেয়।
সবশেষে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ তুহিন বেপারী তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, পশ্চিম প্রেমহার যুব সংগঠন একটি মানবতার সংগঠন। ভবিষ্যতেও শিক্ষা, ধর্ম ও সমাজসেবামূলক এমন সুন্দর আয়োজন সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে—এই আশ্বাসের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি টানেন।


