শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি,বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বরিশাল-পটুয়াখালি মহাসড়ক অবরোধ করে সাধারণ ছাত্র জনতা।২৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় ছাত্র জনতা।এসময় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে "ভারতের আগ্রাসন,ভেঙে দাও গুড়িয়ে দাও", " আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে",বিচার বিচার বিচার চাই,হাদি হত্যার বিচার চাই সহ নানান স্লোগান দেন তারা।এসময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের ঝালকাঠির সংগঠক সাথী আক্তার,সাইফুল ইসলাম,সিরাজুল ইসলাম, মো:মামুন মোল্লা,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,এনসিপি নেতা মিন্টু হাওলাদার,আ:রাজ্জাক মাস্টার ,আসিফ জিয়া,হাফেজ মুসা সরদার,মো:হুসাইন,মারজান খান,আমিনুল ইসলাম,ফাইজুল করিম,লামিয়া আক্তার,রিতা আক্তার।এসময় বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন,সেনাবাহিনী গত দেড় বছর যাবত মেজিস্ট্রেসি ক্ষমতা নিয়েও দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কি কারনে ব্যর্থ হলো,যদি বহি শত্রুর আক্রমণ কিভাবে মোকাবিলা করবে তাও প্রশ্ন করেন তারা।এছাড়াও রাজধানী থেকে গুলি করে মাত্র ছয় ঘন্টায় কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায় তা নিয়ে পুলিশের পাশাপাশি বিজিবির সক্ষমতা নিয়েও প্রশ্ন রাখেন তারা।এছাড়াও প্রধান উপদেষ্টার কাছে হত্যাকাণ্ডের দুই সপ্তাহেও আসামী গ্রেফতারে কেন ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হলো না সে প্রশ্নও রাখেন তারা।এসময় সড়কের দুই পাশে সারি সারি গাড়ি আটকে পরে,বিকাল ৪:১৫ মিনিটে ইনকিলাব মঞ্চের কেন্দ্রের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়ে অবরোধ তুলে নেন তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক