
বেগম খালেদা জিয়ার প্রয়াণে নলছিটিতে শোক,চার ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের আবহ। আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের প্রতীক এই দেশনেত্রীর প্রয়াণে শ্রদ্ধা জানাতে নলছিটি পৌর শহরের ব্যবসায়ীরা প্রতীকী কর্মসূচি হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। চার ঘণ্টার এ কর্মসূচির ফলে পুরো শহরে এক ধরনের নীরবতা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। তবে সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে শহরের তিনটি ওষুধের দোকান খোলা রাখা হয়।কর্মসূচির আগে দুপুর ১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে শোক পালনের বিষয়টি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জানানো হয়। ঘোষণার পর নির্ধারিত সময় অনুযায়ী ব্যবসা কার্যক্রম স্থগিত করা হলে পৌর শহর কার্যত স্থবির হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে, গণতন্ত্র রক্ষা, জাতীয় স্বার্থ এবং আপোষহীন রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে গভীর শোক ও সম্মান জানাতেই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা।এদিকে শোক কর্মসূচি চলাকালে সাধারণ মানুষ ব্যবসায়ীদের এ উদ্যোগকে সম্মান জানান এবং প্রয়াত এই দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আজ ৩১ ডিসেম্বর বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।


