অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন তিনজন

অবেলার ডাক।। দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সেরা কবি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখ শুক্রবার সাহিত্য সংগঠনটির পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রাথমিকভাবে পাঁচ জন কবি নির্বাচিত করা হয়। সেখান থেকে অনলাইন ভোটিং, পাঠকদের মন্তব্য ও বিচারকদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনজন কবিকে বর্ষসেরা কবি পুরুস্কার ঘোষণা করা হয়।

এর আগে নিয়ম অনুযায়ী তিনজন কবি প্রতিযোগীতায় অংশগ্রহণ নিশ্চিত করে তিনটি কবিতা পাঠান। এ সময় অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী কবি মোঃ হেলাল আহমেদ, যশোর এর কবি মোঃ রকিবুল ইসলাম ও নারায়নগঞ্জের কবি মোঃ খুরশিদ আলম কে বর্ষসেরা কবি ২০২৫ ঘোষণা করা হয়। উল্লেখ্য, অন্যান্য কবিদের মত এই তিনজন কবিই অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখে থাকেন। অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সম্মানিত বিচারক হিসেবে ছিলেন, সৈয়দ জুনায়েদ আবীর, মোঃ কামরুল আহসান ও মোসাঃ শামীমা বেগম।

অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রিসালাত মীরবহর জানিয়েছেন, অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বর্ষসেরা তিনজন কবিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় বর্ষসেরা কবি নির্বাচনে সহযোগীতা করার জন্য সম্মানিত বিচারকমন্ডলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, লেখার প্রতি বর্তমান তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ও উৎসাহ বাড়াতে তার এমন ক্ষুদ্র প্রচেষ্টা। পাশাপাশি তরুণরা যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে তার জন্য সুস্থ ধারার সাহিত্য চর্চার উপর অবেলার ডাক সাহিত্য পরিষদ বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এসময় তিনি অন্যান্য কবি ও লেখকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বর্ষসেরা তিনজন কবিকে পুরুস্কৃত করার বিষয়ে মোঃ রিসালাত মীরবহর জানান, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের ১০ সংখ্যা প্রকাশ কালে বর্ষসেরা তিনজন কবির পুরুস্কার প্রদান করা হবে। এ সময় নির্বাচিত তিনজন কবির পরিচিতি ছবিসহ ম্যাগাজিনে প্রকাশ করা হবে।

  • Related Posts

    শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে তার জন্মস্থান নলছিটিতে স্মৃতি ফলক স্থাপন।

    শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে তার জন্মস্থান নলছিটিতে স্মৃতি ফলক স্থাপন। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরের…

    বেগম খালেদা জিয়ার প্রয়াণে নলছিটিতে শোক,চার ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন।

    বেগম খালেদা জিয়ার প্রয়াণে নলছিটিতে শোক,চার ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *