শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে তার জন্মস্থান নলছিটিতে স্মৃতি ফলক স্থাপন।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরের পাশে আজ ০১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় এ স্মৃতি ফলক স্থাপন করে নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা।নলছিটি শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরের পাশেই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী বীর সেনানী,ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ের বীর যোদ্ধা জুলাই অভ্যুত্থানের অন্যতম স্লোগান মাস্টার ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে এ স্মৃতি ফলক স্থাপন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান বিন হাদির পরিবারের পক্ষ থেকে তার ছোট ভগ্নিপতি জনাব আমির হোসেন,নলছিটির সেচ্ছাসেবী ও বৈষম্য বিরোধী নেত্রী সাথী আক্তার,মারজান খান,ফাইজুল করিম,সাইফুল ইসলাম,ইমরান হোসেন,আসিফ জিয়া,সাকিব হোসেন সহ সেচ্ছাসেবী নেতা মিল্লাত খান,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ অন্যান্য সেচ্ছাসেবীরা।এসময় তারা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন এবং হত্যার বিচারের দাবিতে অনড় অবস্থানের কথাও স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর আততায়ীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৯ ডিসেম্বর শুক্রবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান শহীদ ওসমান হাদি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক