ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :
আজ ১১ই জানুয়ারি'২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি অলিউল্লাহ আল কাসিম, ঝালকাঠি সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফারদিন ইসলাম, যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম তাসিন, সদস্য সচিব জাহিদুল হাসান ইমন।ইসলামী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফারদিন ইসলাম বলেন, অনেকদিন পর্যন্ত লক্ষ্য করছি আমাদের কলেজ ক্যাম্পাস অপরিচ্ছন্ন। তাই ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দকে নিয়ে ক্যাম্পাসে পরিছন্নতা কার্যক্রমের সিদ্ধান্ত নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের কলেজের অপরিষ্কার স্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ও আমাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। কলেজ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। তাই আগামী দিনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সরকারি কলেজ শাখার উদ্যোগে এ ধরনের পরিছন্নতা কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি সদর উপজেলার সহ-সভাপতি হেলাল ইসলাম, সাবেক সংগঠনিক সম্পাদক ওসমান, সরকারি কলেজ শাখার সদস্য মো: আলভী, আব্দুল হান্নান, রবিউল ইসলাম ও মো: রাকিব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক