প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া। এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর মাধ্যমিক পর্যায়ে উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। উম্মে হাবিবা হিয়া ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাত উপজেলার ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলার সকল প্রতিযোগীদের হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া উপজেলা ও জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন তিনি। তার এ সফলতায় তার পরিবার, সহপাঠি ও শিক্ষকরা অত্যন্ত গর্বিত। তিনি সবার কাছে দোয়া দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রিসালাত মীরবহর। অফিস: বরিশাল সদর, বরিশাল, বাংলাদেশ। www.obalardak.com, E-mail: obalardak@gmail.com, Contact: +8801516332727
Copyright © 2025 | অবেলার ডাক