নলছিটিতে প্রয়াত ইউপি চেয়ারম্যান শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলার বিজি ইউনিয়ন একাডেমি মাঠে শুরু হয়েছে বিএনপির প্রয়াত নেতা ও সুবিদপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টায় জমকালো আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার। উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ খান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ শহিদুল ইসলাম এবং গীতাপাঠ করেন মিন্টু নট্ট। স্বাগত বক্তব্য দেন বিজি ইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার সিকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, বিএনপি নেতা মাসুম বিল্লাহ স্বপন, আঃ লতিফ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম সাঈদ, ফিরোজ আলম জোমাদ্দার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা লিটন মোল্লা ও ছাত্রদলের সাবেক সভাপতি সরদার সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান তালুকদার বলেন। খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে মাদক থেকে তরুন যুবকদের দূরে রাখা যায়।  তাই এরকম খেলাধুলার আয়োজন গ্রামগঞ্জে গড়ে উঠুক মাদক থেকে দূরে থাকুক আমাদের যুব সমাজ। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। প্রথম পুরস্কার ৬০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আঃ কাদের খান, অফিসার ইনচার্জ মোঃ বাদল তালুকদার, বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ বাবলু তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ, বিএনপি নেতা জাকির খান, ছাত্রদল নেতা সজল তালুকদার, তানভীর খান, সাগর হোসেনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

দীর্ঘদিন পর প্রিয় নেতার স্মৃতিকে স্মরন করে এমন আয়োজনকে সাদরে গ্রহন করে উজ্জীবিত স্থানীয় বাসিন্দারা।

  • Related Posts

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা।

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১১ লাখ টাকা জরিমানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *