নলছিটিতে তুচ্ছ ঘটনায় শিক্ষিকাকে মারধর, মামলা করার পর বাদীকে হুমকি

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের ভাউমহল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষিকা ও একই পরিবারের তিনজনকে সংঘবদ্ধভাবে মারধরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় ১২ জুন ২০২৫ তারিখে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত শিক্ষিকা কহিনূর বেগম জানান, “আমার স্বামী বাড়ির সামনে কুটা-কুড় ফেলছিলেন। হঠাৎ কয়েকজন এসে তাকে মারধর শুরু করে। আমি ও মেয়ে ফাতেমা জাহান এগিয়ে গেলে আমাদেরও মারধর করা হয়। আমার নাকের হাড় ভেঙে গেছে, চোখে রক্ত জমে আছে। এমনকি আমার গায়ের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।”

মামলা সূত্রে জানা যায়, ৯ জুন সকাল সাড়ে ১১টায় মো. আলমগীর সিকদার তার বসতবাড়ির সামনে কুটা-কুড় ফেলছিলেন। পূর্ব জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আশিকুল রহমান সৌরভ, হাবিবা বেগম, নূর ইসলামসহ কয়েকজন লোহার রড ও লাঠি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। চিৎকার শুনে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। অভিযোগে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা এবং কন্যা ফাতেমার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও রয়েছে।

গুরুত্বর আহত কহিনূর বেগম নলছিটির মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। আহতরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, তবে এখনো পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাদী মো. আলমগীর সিকদার বলেন, ‘মামলা করার পর থেকে আসামিরা হুমকি দিচ্ছে। তারা আমাদের পঙ্গু বা হত্যা করে লাশ গুম করার পরিকল্পনা করছে।’ নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, ‘বাদীকে হুমকির কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে’।

  • Related Posts

    মিজান-শিমুলকে সভাপতি-সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন।

    মিজান-শিমুলকে সভাপতি -সম্পাদক করে নলছিটিতে শ্রমিক দলের উপজেলা কমিটি গঠন। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক…

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *