নলছিটিতে উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ০৫ মামলা ৪১০০০ টাকা জরিমানা ও ১৯০ কেজি পলিথিন জব্দ

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আজ ২৫ জুন বুধবার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন বিকাল চারটায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লংঘন করে তিনটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করার অপরাধে মেসার্স বাদল ট্রেডার্স,তালুকদার ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ১৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করায় শাওন কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্য করায় একটি যানবাহনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।তিনি আরও জানান এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও নলছিটি থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *