নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি।। ১৯ জুলাই ২০২৫ জুলাই-আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন গণআন্দোলনে শহীদ সকল ব্যক্তির আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ রাকিব, হিমেল, জুবায়ের, রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। ছাত্রনেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁরা এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্যও দোয়া করা হয়।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *