অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মাদিরীপুর প্রতিনিধি।। মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা গিয়ে দাড়িয়েছে তিনজনে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে এমন সংঘর্ষের সময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এছাড়া বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনকি সম্পাদক সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায় নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • Related Posts

    নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (প্রতিনিধি)।। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২২ মে ) সকাল দশটায় অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। ইসলামি…

    নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

    বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রঞ্জুকে(৩০) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে (২২ মে) রাতে পৌর এলাকার দক্ষিণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *