ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়।। মাগুরায় শিশু ধর্ষণের বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা। তারা ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন। পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন।

এসময় মিছিলে নারী শিক্ষার্থীদের সাথে যোগ দেন বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও। তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুর বিচার চেয়েছেন। এসময় নারী শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা। তারা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়’সহ একাধিক স্লোগান দেন।

নারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন। এসময় তাদের চারপাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অবস্থান করেন। সবাই ধর্ষণের প্রতিবাদে নানা স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মিছিলের পর মধ্যরাতের কোনো প্রতিবাদ মিছিলে এত উল্লেখযোগ্যসংখক নারীদের উপস্থিতি দেখা যায়নি।

  • Related Posts

    অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন তিনজন

    অবেলার ডাক।। দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সেরা কবি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখ…

    শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি,বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ।

    শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি,বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *