সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচার ও সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে নলছিটিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি প্রেসক্লাব। মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কেএম সবুজ, দপ্তর সম্পাদক মোঃসাইদুল কবির রানা, নির্বাহী কমিটির সদস্য মোঃ খলিল মৃধা, সদস্য বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ। বক্তারা বলেন,  সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন, হয়রানি ও হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাস্তবায়নের দাবি জানান তারা।

এসময় গনমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রসঙ্গে বালী তাইফুর রহমান তূর্য  বলেন গণমাধ্যমকর্মীরা ক্ষমতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে গিয়ে অনিয়ম দুর্নীতির তথ্য তুলে এনে প্রচার করে দেশের সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করলেও রাস্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।এমনকি প্রকাশ্য কুপিয়ে হত্যা করলেও তেমন আশানুরূপ বিচার দেখতে পাওয়া যায় না।গণমাধ্যমকর্মীদের এরকম সন্ত্রাসী হামলা ও আক্রমণ দেশের জন্য অশনী সংকেত।তাই গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।প্রয়োজনে পেশাদার সংবাদকর্মীদের নিরাপত্তায় সহজ শর্তে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়ার আইন প্রনয়ণ ও ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.আঃ কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাইম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *