খাঁটি মানুষ

খাঁটি মানুষ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

বলের কায়া দূর্বল হবে
জীবন হবে চলতে,
পরম আয়ু শেষের গতি
মরিচীকায় দলতে।
স্বজন বান্ধা অনেক হবে
আপনজনা সাজতে,
সবাই ব্যস্ত স্বার্থের জন্য
জ্ঞানগরিমা ভাঁজতে।
সত্য ন্যায়ের পথিক লড়ে
সত্য অর্জন করতে,
বড়ো কঠিন জীবন হবে
সত্য জীবন গড়তে।
সাদা সকল সাদা বললে
কালো সকল কালোর,
সত্যবাদী’র সত্যের পথে
কিরণ পড়ে আলোর।
সত্য মিথ্যার যাচাই করে
খাঁটি পথের পথিক,
আপনাপন ভালো মানুষ
শুদ্ধ জীবন গতিক।
দিনকে কভু রাত বলেনা
সরল সোজা চলছে,
খাঁটি মানুষ ভবের মাঝে
সত্যের কথা বলছে।

  • Related Posts

    শহীদ ওসমান হাদি

    শহীদ ওসমান হাদি মোহাম্মদ শামীম মিয়া ওসমান হাদি নির্ভীক প্রতিবাদী অকতোভয় যোদ্ধা, স্মৃতির পাতায় শ্রদ্ধা মমতায় রবে প্রিয় বোদ্ধা। জুলাই উত্তানে মিছিল শ্লোগানে মুখরিত পথচলা, ছিল সাহসিকতা অদম্য দক্ষতা সত্যকে…

    নতুন বছর

    নতুন বছর মাসুদ রানা নতুন বছর নতুন দিনে থাকুক সবাই সুখে, নতুন আশা সবার মনে বাসা বাধুক বুকে। নতুন বছর নতুন রূপে নতুন করে বাঁচা, নতুন বছর পাখির মতো মুক্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *