আল্লাহর জন্য ভালোবাসি

আল্লাহর জন্য ভালোবাসি
আব্দুস সাত্তার সুমন

দেশ-বিদেশে কালেমার দাওয়াত
পৌঁছে দিতেন সর্বোত্তরে,
দেলোয়ার হোসেন সাঈদী মোদের
আছেন মুমিনের অন্তরে।
জালিম অত্যাচারের ব্যথা বুকে নিয়ে
জেল খেটেছে কতবার,
আসবে কি আর কোরআনের পাখি
আসবে না যে আর!
মিষ্টি কন্ঠে ভেসে আসে সেই আয়াত
শব্দে শব্দে কুরআনের বাণী,
ইসলামের কথা বলতেন সবখানে
হাসিমাখা সেই ধ্বনি।
মুনাফিক, জালিমের অগ্নিশিখা হয়ে
জ্বালাময় বলিষ্ঠ তার কথা!
তরজমায় তাফসীরে হুংকার এনে
জবাব দিতেন তিনি যথা।
বাংলার বুকে আসবে না ঐ মানব
কুরানের সেই পাখি,
আল্লাহর জন্য ভালোবাসি তোমাকে
মন শুধু কাঁদে! জলে ভিজে মোর আঁখি।

  • Related Posts

    শহীদ ওসমান হাদি

    শহীদ ওসমান হাদি মোহাম্মদ শামীম মিয়া ওসমান হাদি নির্ভীক প্রতিবাদী অকতোভয় যোদ্ধা, স্মৃতির পাতায় শ্রদ্ধা মমতায় রবে প্রিয় বোদ্ধা। জুলাই উত্তানে মিছিল শ্লোগানে মুখরিত পথচলা, ছিল সাহসিকতা অদম্য দক্ষতা সত্যকে…

    নতুন বছর

    নতুন বছর মাসুদ রানা নতুন বছর নতুন দিনে থাকুক সবাই সুখে, নতুন আশা সবার মনে বাসা বাধুক বুকে। নতুন বছর নতুন রূপে নতুন করে বাঁচা, নতুন বছর পাখির মতো মুক্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *