জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তুলি ড্রইং একাডেমিতে পেট্রা কোম্পানির পৃষ্ঠপোষকতায় ও তুলি ড্রয়িং একাডেমির সহযোগিতায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম শরীফ ও পধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক মোঃ মামুন খান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেট্রা কোম্পানির প্রডাক্ট প্রমোশন অফিসার দোলন আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টিস ডাঃ মামুন হোসেন, প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন পান্নু, প্রধান শিক্ষক সনাতন চক্রবর্ত্তী, পৌর সেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, দপদপিয়া ইউনিয়ন যুবদল নেতা সজিব হোসেন, পরিচালক সুমন খান, কবির খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ আমির হোসেন।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শতাধিক স্কুলশিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যথেকে নানা ক্যাটাগেরিতে বিজয়ী ২০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *