ফিরিয়ে দাও বাংলা যৌবন

ফিরিয়ে দাও বাংলা যৌবন

শাহেনেওয়াজ উদ্দীন চৌং (সম্রাট)

কিসের হিন্দু, কিসের বৌদ্ধ
কিসের খ্রিস্টান, কিসের মুসলমান
এদেশটা মীরজাফরের
সর্বাধিক জনপ্রিয় স্থান !

ধর্ম সবারি আছে
পবিত্র হৃদয় কার?
কন্ঠস্বর সাজায় তাঁরাই
পবিত্র মক্কার !

কলমে কালিই আছে
হারিয়েছে লিখন ভাষা,
আমারই বাংলাদেশ
সবই তামাশা !

এমন স্বাধীনতা পেলাম
মিডিয়া বাবা বন্দি,
হাত বাড়িয়ে এলো যখন
মীরজাফরের সন্ধি।

এদল প্রতিবাদী আকাঙ্ক্ষায়
ঘুমিয়ে গেলো সবে,
রক্তের দাঁগ নজর ভরে
দেখবে তারা কবে !

জ্ঞানী-গুণীর প্রচুর কলাম
দেখছি জুলাই মাসে,
বীরের আশায় কাপুরুষ
যোগ দিয়েছে শেষে !

মৃত্যুর মঞ্চে এসে পড়েছি
চারদিকে মৃত্যু দিচ্ছে ডাক,
কবরের মাটিও মীরজাফররা
করতে বসবে ভাগ !

জেঁগে উঠো সবল মনে হে
বাংলার মায়ের প্রকৃত সন্তান,
আবারও ফিরিয়ে দাও
স্বাধীন বাংলার যৌবন ।

বাশখালী, চট্টগ্রাম।

  • Related Posts

    আল্লামা সাঈদী

    আল্লামা সাঈদী দেলোয়ার হোছাইন সত্য কথা উচ্চস্বরে বলতো আল্লামা সাঈদী, কোরআন পাখি বলে তাই সাহস ছিল নিরবধি। না শুনিলে কন্ঠ তাঁহার লাগে না ভালো আমার, তাই আমি ওয়াজ শুনি পড়লে…

    আষাঢ়ের মেঘ

    আষাঢ়ের মেঘ নার্গিস আক্তার আষাঢ় মাস এলে পরে মেঘ আসে ধেয়ে, হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে ঝড় আসে বেয়ে। রুমা ঝুমা ছাতা নিয়ে বসে বারান্দায়, হাত বাড়িয়ে বৃষ্টি ধরে মেতে থাকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *