নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় সরকারী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুদক,জেলা সমন্বিত কার্যালয় পিরোজপুর ও নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, মাওলানা আবদুল কুদ্দুস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মানবেন্দ্র মুখার্জি, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো.খায়রুল বাশার,শিক্ষক একরামুল করিম মিঠু, স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির প্রমুখ।

প্রতিযোগীতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকগন সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিয়া আক্তার।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *