

নলছিটিতে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সহযোগিতায় মাদ্রাসার মেঝে সংস্কার।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল উলুম হাফেজী ও নুরানী মাদ্রাসা-এ দীর্ঘদিনের চাহিদা পূরণ হয়েছে।মাদ্রাসা এবং সেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত অর্থায়নে প্রতিষ্ঠানটির একটি কক্ষের মেঝেতে পাকা কংক্রিটের ডালাই ও টাইলস লাগানোর কাজ সম্পন্ন করেছে পশ্চিম প্রেমহার যুব সংগঠন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ এর নেতৃত্বে, বাস্তবায়ন ও সরাসরি তদারকিতে এই কাজটি সফলভাবে শেষ হয়।মাদ্রাসা তহবিলের সাথে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে এবং সেচ্ছাশ্রম দিয়ে সংগঠনটি কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করেছে।
অনেকদিন ধরেই মাদ্রাসার শিক্ষার্থীরা ভাঙাচোরা ও অস্বস্তিকর ফ্লোরে পড়াশোনা করায় চরম সমস্যায় পড়েছিল। শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় পশ্চিম প্রেমহার যুব সংগঠন। কাজটি শেষ হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।
এছাড়াও কাজটিতে সংগঠনের সভাপতি মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি রাকিব বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, সক্রিয় সদস্য মিরাজ বেপারী, সাকিব সরদার, ফেরদাউস, সোহেল, সাকিলসহ অন্যান্য সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, “পশ্চিম প্রেমহার যুব সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে,আমরা তাদের এরকম কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই। নিজেদের অর্থায়নে এত বড় একটি কাজ সম্পন্ন করায় আমরা কৃতজ্ঞ।তাদের উদ্যোগে আজ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পেল।”
প্রতিষ্ঠার শুরু থেকেই পশ্চিম প্রেমহার যুব সংগঠন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে আসছে। শিক্ষা, সড়ক সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে তারা আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।