নলছিটির সুবিদপুর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় কার্ড ও খাদ্যশস্য বিতরণ

নলছিটির সুবিদপুর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় কার্ড ও খাদ্যশস্য বিতরণ।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় ২৩০ জন উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাছরীন আক্তার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ হাওলাদার, যুবদল নেতা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাইনুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন, বিজিইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার, পরিবার কল্যান পরিদর্শক রাশেদ খান, পরিবার কল্যান সহকারী নুসরাত জাহান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, হিসাব রক্ষক মোঃ শাহাবুদ্দিন, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহাগ জোমাদ্দার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শান্তা মরিয়ম, লাভলী ইয়াসমিন, নাসরিন বেগম, ব্যবসায়ী কামরুল ইসলাম  প্রমুখ।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এই চক্রে ইউনিয়নের সুবিধাভোগী নারীদের হাতে ভি-ডব্লিউ-বি কার্ড ও ৬০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এছাড়াও শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষক সমাজের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা।

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১১ লাখ টাকা জরিমানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *