বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে বরিশালের সর্বস্তরের নাগরিকের উদ্যোগে মানববন্ধন।

বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে বরিশালের সর্বস্তরের নাগরিকের উদ্যোগে মানববন্ধন।

বালী তাইফুর রহমান তূর্য,(অবেলার ডাক নিউজ ডেস্ক):

বেলস পার্ক সংলগ্ন লেকের পাশে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের নাগরিকদের ব্যানারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

‘বরিশালের সর্বস্তরের নাগরিক’ ব্যানারের অন্যতম সংগঠক সুজন আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খশরু, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল জেলা( দক্ষিণ) এর সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. হিরন কুমার দাস মিঠু ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বরিশালের নাগরিক সমাজের আহবায়ক কাজী মিজানুর রহমান, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষক কমিটির সভাপতি এ্যাড.নজরুল ইসলাম খান রাজন, বরিশালের নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়ক মারুফ আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসমিয়া জান্নাত মেঘা প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্ক সংলগ্নলেক বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয়। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ও অসামাজিক কাজের অজুহাতে ইটের দেয়াল তোলা হচ্ছে যা কোন ভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এই প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এখানে মাদক সেবন ও অসামাজিক কাজের কথা বলে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে। অথচ মাদক সেবন বা অসামাজিক কোন কাজ হয়ে থাকলে তা বন্ধ করতে নিরাপত্তা বাড়ানো যায়, সিসিটিভি ক্যামেরা লাগানো যায়, পুকুরের পাশে আরো লাইটপোস্ট দিয়ে আলো বাড়ানো যায়, কিন্তু দেয়াল দিয়ে লেক ঘিরে ফেলা কিভাবে মাদক সমস্যার সমাধান হবে? বরিশালের প্রকৃতিপ্রেমী মানুষ শহরের মধ্যে বিকেলবেলা বেলস পার্কে বেড়াতে আসে, খোলা মাঠে হেঁটে বেড়ায়, লেকের পাড়ে বসে ঠান্ডা বাতাসের স্বাদ নেয়। বরিশালের মানুষকে এই একমাত্র প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত করার জন্য কোন যুক্তিই যথেষ্ট নয়।

বক্তারা বলেন, নাগরিক মতামতকে উপেক্ষা করে জেলা প্রশাসক স্বেচ্ছাচারী আচরণ করে এই দেয়াল দিয়ে একধরনের দখলদারিত্বমূলক আচরণ করছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রশাসন জনবান্ধব হওয়ার কথা কিন্তু জনমত উপেক্ষা করে এই দেয়াল নির্মাণ সম্পূর্ণ গণবিরোধী একটি কাজ। তদপুরি জেলা প্রশাসক এই দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদকারী একজন সংগঠক ডাঃ মনীষা চক্রবর্ত্তীর পিতার চেম্বারের সরকারি লিজ বাতিল করার তদন্ত বিশেষভাবে করবেন বলে ফোন করে জানিয়েছেন যা একটি হুমকিস্বরূপ বলে প্রতীয়মান হয়। বক্তারা জেলা প্রশাসকের এহেন আচরণের তীব্র নিন্দা জানান।

বক্তারা অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্কসংলগ্ন লেকের পাশে এই প্রাচীর নির্মাণ বন্ধ করে জলাশয়টি উন্মুক্ত রাখার দাবি জানান।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ,…

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল

    নলছিটিতে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগে জনতার ঢল। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠি – ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *