

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকান্ড,গুরুতর আহত -১।
বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস- মোটরসাইকেল সংঘর্ষে বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি- বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন এবং মোটরসাইকেল ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল হোসেন। তিনি ঝালকাঠি সদরের নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম জানান, মোটরসাইকেল ও বাস সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।