ঝালকাঠির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চালু হলো পাবলিক লাইব্রেরি

ঝালকাঠির মোল্লারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চালু হলো পাবলিক লাইব্রেরি।

বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি :

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ এবং এলাকাবাসীর জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রতিষ্ঠা করা হয়েছে পাবলিক লাইব্রেরি।

ঝালকাঠির সন্তান এবং বাংলাদেশের অন্যতম সেরা কবি জীবনানন্দ দাশের নামে প্রতিষ্ঠিত এ লাইব্রেরিটি সোমবার বিকেলে উদ্বোধন করেন নলছিটি উপজেলার ইউএনও জনাব লাভলী ইয়াসমিন।

উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদে আয়োজিত ‘জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাভলী ইয়াসমিন বলেন, যে জাতি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে তারাই উন্নত এবং সমৃদ্ধ। জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে লাইব্রেরির বিকল্প নেই। তরুণ সমাজ বইমুখো হলে দেশের সামাজিক সমস্যাগুলো অনেক কমে আসবে এবং একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

লাইব্রেরি প্রতিষ্ঠা করায় এসময় তিনি ইউনিয়নের প্রশাসক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যাসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন মোল্যা বলেন, মোল্লারহাট ইউনিয়নে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর পড়াশোনার ভালো পরিবেশ নেই। এছাড়া চাকরির বাজারে প্রতিযোগিতা করতেও অনেকে পড়াশোনার পরিবেশ পান না। এসব বিষয় মাথায় রেখেই ইউনিয়ন পরিষদের বরাদ্দের একটি অংশ থেকে এ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রশাসক আরও জানান, লাইব্রেরিতে বাংলা সাহিত্য এবং বিভিন্ন বিষয়ের প্রায় হাজারখানেক বইয়ের সমাহার ঘটানো হয়েছে। লাইব্রেরিতে এসে এসব বই পড়া যাবে, কিন্তু বাইরো নিয়ে যাওয়া যাবে না। তবে বাইরে থেকে বই নিয়ে এসে এখানে বসে পড়া যাবে। একসাথে দশজন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো: ইফাদ ইশতিয়াক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব হাবিবুর রহমান, ভৈরবপাশা ইউনিয়নের প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: অহিদুল ইসলাম, কুলকাঠি ইউনিয়নের প্রশাসক এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • Related Posts

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকরি উদ্যোগের দাবিতে সরই এলাকায় মানববন্ধন।

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকরি উদ্যোগের দাবিতে সরই এলাকায় মানববন্ধন। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যকরি উদ্যোগের দাবিতে মানববন্ধন করেছেন নদী…

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *