মানববন্ধন করে চিহ্নিত মাদক কারবারিকে অবাঞ্ছিত ঘোষণা করল এলাকাবাসী।

মানববন্ধন করে চিহ্নিত মাদক কারবারিকে অবাঞ্ছিত ঘোষণা করল এলাকাবাসী।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ “মাদকমুক্ত সুবিদপুর চাই” এই শ্লোগানে আজ বেলা ১১টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সুবিদপুর ইউনিয়নে চিহ্নিত মাদক কারবারি ইয়াবা খলিলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকার সকল মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনসহ সমাজের সকল সচেতন নাগরিককে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এসময় তারা ইয়াবা খলিলকে সুবিদপুর ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুমন তালুকদার,ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ আতিকুল্লাহ, যুবদল নেতা মোঃ লিটন মোল্লা, শহিদ তালুকদার, তারিকুল ইসলাম মিঠু, নুরুল হক,ছাত্রদল সভাপতি মোঃ সজল তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন সহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ।

এ সময় উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো তালতলা বাজার।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *