নলছিটিতে ইসলামী আন্দোলন প্রার্থী ডা. সিরাজির গণসংযোগে জনতার ঢল।

নলছিটিতে ইসলামী আন্দোলন প্রার্থী ডা. সিরাজির গণসংযোগে জনতার ঢল।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজি শনিবার (১ নভেম্বর) ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।সকালে নলছিটি উপজেলা চত্বর থেকে গণসংযোগ শুরু করে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুরানবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে ‘হাতপাখা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন। গণসংযোগে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।গণসংযোগ চলাকালে ডা. সিরাজুল ইসলাম সিরাজি বলেন,“পৌরসভার বর্তমান অবস্থার কথা আপনারা সবাই জানেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—একবার হাতপাখা প্রতীকে ভোট দিন, আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, এই দুর্দশাগ্রস্ত পৌরসভাকে নতুন রূপে গড়ে তুলব, নলছিটি ও ঝালকাঠিকে উপহার দেব একটি আধুনিক পৌরসভা।”

তিনি আরও বলেন,

“সকল রাজনৈতিক নেতার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নলছিটি–ঝালকাঠিকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই। একবারের জন্য হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করুন। জাতি, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতভেদ ভুলে আমরা সবাই এক ছাতার নিচে শান্তিতে বসবাস করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ও ছাত্রনেতা নুরুল্লাহ সিদ্দিকীসহ স্থানীয় বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে ডা. সিরাজি উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনগণের পাশে থেকে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • Related Posts

    ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া

    স্থানীয় প্রতিনিধি, ভোলা।। ভোলাতে উপস্থিত বক্তৃতায় সেরা নির্বাচিত হয়েছেন উম্মে হাবিবা হিয়া। গত ১২-১-২০২৬ ইং তারিখে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ অংশগ্রহণ করেন হিয়া।…

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম।

    ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : আজ ১১ই জানুয়ারি’২৫, রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি কলেজে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ইসলামী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *