আজ কবি ইশতিয়াক আহাম্মেদ এর ৩৫তম জন্মদিন

অবেলার ডাক।। কবি ইশতিয়াক আহাম্মেদ এর ৩৫তম জন্মদিন। তিনি ১১-১০-১৯৮৯ ইং তারিখ টাংগাইল জেলার মির্জাপুরের ঐতিহ্যবাহী ভাবখন্ড গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন প্রকৃত দেশ প্রেমিক। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা ও লেখক মরহুম আনোয়ার হোসেন ও মাতার নাম রেভা বেগম। কবি ইশতিয়াক আহম্মেদ করটিয়া সাদত কলেজ থেকে স্নাতকোওর সম্পন্ন করেন। তিনি একজন স্বাধীনচেতা ও ভ্রমন পিপাসু মানুষ। পাহাড় দেখে যে পাহাড়ের প্রেমে পড়ে, সমুদ্র দেখে সমুদ্রের গর্জনে হারিয়ে যায় কল্পনার জগতে, বসন্তের এক প্রকৃতি প্রেমিক, গ্রীস্মের উদাস দুপুরেও যে লিখে যায় নতুন নতুন কাব্যের ভান্ডার। ইতিমধ্যে কিছু কবিতা যৌথ কাব্যগ্রন্থ ‘ছোট ছোট দুঃখ কথা’ সময়ের সুর, কবি কন্ঠ, কবিতার মেলা আমরাই সেরা ‘রক্তে কেনা সোনার বাংলাদেশ’, আমার একুশ আমার অহংকার, হৃদয়ের অন্তরালে তুমি, শেষ চিরকুট, সেই প্রিয় মানুষ, প্রকাশ পেয়েছে।

এছাড়া দেশের জনপ্রিয় ‘অবেলার ডাক’ সাবার জন্য সাহিত্য ম্যাগাজিনের একজন নিয়মিত লেখক। ইতোমধ্যে তিনি তার লেখনি প্রতিভার মাধ্যমে ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘হৃদয় আকাশে মেঘ’ এ অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি মানব সেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন। কবি তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য পরিবারের পক্ষ থেকে প্রিয় কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ম্যাগাজিনটির সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।

  • Related Posts

    অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন তিনজন

    অবেলার ডাক।। দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সেরা কবি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০২ জানুয়ারী ২০২৬ ইং তারিখ…

    কুমিল্লা কবি পরিষদের ৪র্থ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত

    অবেলার ডাক।। ‘শুদ্ধ সাহিত্য চর্চা আমাদের অঙ্গিকার’ এই স্লোগান কে ধারণ করে, কুমিল্লা কবি পরিষদ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে। গত ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার কুমিল্লা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *