নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন।

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।দিবসের প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, থানার অফিসার ইনচার্জ আরিফুল আলমসহ সরকারি কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, অভিভাবকদের সঙ্গে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।সকাল ৮টায় স্থানীয় চায়না মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের দেশাত্মবোধক ডিসপ্লে এবং শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়ানো হয়।পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাঁর সভাপতিত্বে দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় খাবার বিতরণ, দোয়া ও মোনাজাত, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে নলছিটিজুড়ে বিজয়ের আনন্দ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটে।

  • Related Posts

    নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। 

    নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখ বৃহস্পতিবার নলছিটি উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস যথাযথ মর্যাদার সহিত…

    নলছিটিতে নির্বাচন আচরণ বিধি অবহিত করন সভা অনুষ্ঠিত।

    নলছিটিতে নির্বাচন আচরণ বিধি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঝালকাঠি-২ আসনে সম্ভাব্য প্রার্থীর রাজনৈতিক দলসমূহের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিততে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *