ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক।

ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক।

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জোবায়ের হাবিব। এতে কুশংগল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ। এসময় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে অংশগ্রহণ করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

  • Related Posts

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা।

    নলছিটিতে পাঁচ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১১ লাখ টাকা জরিমানা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১১ লাখ টাকা জরিমানা…

    নলছিটিতে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও উপদেষ্টা ওসমান হাদি’র স্মরণসভা।

    নলছিটিতে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও উপদেষ্টা ওসমান হাদি’র স্মরণসভা। নলছিটির তরুণদের লেখনী নিয়ে সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক উদ্যোগ হিসেবে তারুণ্যের নলছিটি যুব সংগঠন প্রকাশিত ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *