
নলছিটিতে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও উপদেষ্টা ওসমান হাদি’র স্মরণসভা।
নলছিটির তরুণদের লেখনী নিয়ে সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক উদ্যোগ হিসেবে তারুণ্যের নলছিটি যুব সংগঠন প্রকাশিত ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও সংগঠনের উপদেষ্টা শহীদ ওসমান হাদি’র স্মরণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় নলছিটি উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হাবিব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত ফকির।অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনটি শহীদ ওসমান হাদি’র প্রতি উৎসর্গ করা হয়। স্মরণ সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদি’র সহোদয়া বোন মাসুমা হাদি। তিনি তাঁর বক্তব্যে ওসমান হাদি’র সংগ্রামী জীবন, ন্যায়বোধ, সততা ও তরুণদের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা আবেগঘনভাবে তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাগাজিনের সম্পাদক ও তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা ও নলছিটির তরুণদের নৈতিক প্রেরণার বাতিঘর। তাঁর রেখে যাওয়া আদর্শ, চিন্তা ও কর্মের ধারাবাহিক চর্চার মাধ্যমেই তাঁকে বাঁচিয়ে রাখতে হবে।আলোচনায় বক্তারা বলেন, ওসমান হাদি কোনো ব্যক্তি হিসেবে নয়, বরং তাঁর আদর্শ, সাহসী অবস্থান ও কর্মের মধ্য দিয়েই আজও জীবন্ত। তরুণ সমাজকে সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদি’র বোন জামাতা আমির হোসেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া শেষে হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রতীকী প্রতিবাদ ও শ্লোগান প্রদান করেন উপস্থিত তরুণরা। বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান। অনুষ্ঠানে স্থানীয় যুব নেতৃবৃন্দ, শিক্ষক, লেখক ও আয়োজক সংগঠন তারুণ্যের নলছিটি’র সদস্য ভলান্টিয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।


