

স্বাধীনতা আমার স্বাধীনতা
রকিবুল ইসলাম
স্বাধীনতা আমার স্বাধীনতা!
দিয়েছ তুমি স্বাধীন ভূখণ্ড,
দিয়েছ স্বতন্ত্র ভাবে বাঁচার অধিকার।
স্বাধীনতা আমার স্বাধীনতা!
উড়িয়েছ তুমি বিজয়ের কেতন,
ছিনিয়ে এনেছ সকল বাঙ্গালীর স্বাধীকার
স্বাধীনতা আমার স্বাধীনতা!
উজ্জিবীত করেছ দামাল ছেলেদের
মুক্তিকামনায় হয়েছে তারা জাতির রাহাবার,
স্বাধীনতা আমার স্বাধীনতা!
বঙ্গ ললনা হয়েছে বীরাঙ্গনা
দেশের তরে বিলিয়েছে মান অকাতর,
স্বাধীনতা আমার স্বাধীনতা!
হয়েছে বলি লক্ষ প্রাণ
আকাঙ্ক্ষা শুধুই উড়ানো পতাকা তোমার,
স্বাধীনতা আমার স্বাধীনতা!
পরেছি তবুও পরাধীনতার শৃঙ্খল
পেয়েছি আজো কি স্বাদ স্বাধীনতার!?
স্বাধীনতা আমার স্বাধীনতা!
দূর হোক অকল্যাণ আর পরাধীনতা।
খুলনা, যশোর, বাংলাদেশ।