সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

অবেলার ডাক।। দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সোমবার (৩১ মার্চ) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সারা দেশব্যাপী।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিসালাত মীরবহর সকল লেখক, কবি, সাহিত্যিক, সকল গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সহযোদ্ধা, জেলা-উপজেলা প্রতিনিধি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সহ সকল অনুসারী ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের সাথে অনেকেই সময় দিয়েছেন।

তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে ঈদের আগমন মুসলিম উম্মার জন্য একটি খুশির বার্তা। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং তা সারা বিশ্বের মানুষের জন্য একটি কল্যাণের বার্তা বহন করে।

তিনি সবাইকে পাশে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • Related Posts

    ডা. জাকির নায়েক পরিচালিত পিস টিভি চালুর আবেদন

    জুবাইর আল হাদী, প্রতিনিধি।। খ্যাতনামা ইসলামী এক্টিভিস্ট- বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবার চালুর দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী মো. আশরাফুজ্জামান। রোববার (১৩ জুলাই)…

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *