

ইমাম হুজুরের ঈদ
আব্দুস সাত্তার সুমন
ইবাদাতে মগ্ন থেকে
নামাজ কালাম পড়ে!
হুজুর সাহেব হাদিয়া নেয়
খামের ভিতর ভরে?
সারা বছর ঋণ করেছে
যাবে ঈদে বাড়ি,
ইমাম হুজুর ঈদের দিনে
কষ্টে জীবন তারি।
ক্ষুদ্র বেতন মাসিক ভাতায়
শূন্য চুলোর হাড়ি!
ধর্মে কর্মের চিন্তা করে
থমকে গেছে গাড়ি।
হুজুর মানুষ লাগবে কেন?
অপচয় কি ভালো?
যারা ভাবে এমন চিন্তা
তাদের অন্তর কালো।
আল্লাহর রাসূল বলে গেছেন
ইমাম সবার নেতা,
সহযোগীর হাতটি বাড়াই
লাগব হবে ব্যথা।
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ।