নলছিটির আমিরাবাদ স্কুলের ২০০২ সালের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ রিসালাত মীরবহর।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের আমিরাবাদ স্কুলের ২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়। আজ (০১ এপ্রিল, মঙ্গলবার) আমিরাবাদ বাজার ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে এক মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ২০০২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন স্কুল বন্ধু ও সহপাঠীদের সাথে দেখা না হওয়ায় এ মিলন মেলার উদ্যেগ গ্রহণ করা হয়। এসময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা মোঃ ছাইদুল ইসলাম জানায়, আমরা অত্যন্ত আনন্দিত যে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আরেক বন্ধু মোঃ হাসানাত মীরবহর বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ায় খুব ভালো লাগছে, মনে হচ্ছে সেই ছোট বেলায় ফিরে এসেছি। অন্যদিকে আরেক বন্ধু রবিউল ইসলাম নয়ন জানায়, বুন্ধু মানেই ভালোবাসা, মনে হচ্ছে ভালোবাসার টানে সবার মাঝে ছুটে এসেছি। এছাড়া অন্যান্য বন্ধুরাও উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য সন্তুষ্ঠি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীরা ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর এর ছোট বেলার স্কুল পড়ুয়া বন্ধু ও সহপাঠী। এসময় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘অবেলার ডাক’ প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শুরেু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে বন্ধুদের ছোট ছোট ছেলে মেয়েরা নিত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তীতে আরও বড় পরিসরে বন্ধুদের মিলন মেলার আয়োজন করতে ইচ্ছুক তারা।

  • Related Posts

    ‘আমরা ভোলাবাসী’ প্রতিনিধি দলের সাথে সেতু মন্ত্রণালয়ের বিশেষ মতবিনিময় সভা

    মো নাইমুর রহমান, ভোলা প্রতিনিধি।। গতকাল সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় সেতু ভবনের সম্মেলন কক্ষে “আমরা ভোলাবাসী” সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত…

    বরিশালে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল: এবছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। বরিশাল বোর্ডে এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *