

নতুন সুরের নতুন বাদ্যযন্ত্র
কামরুল আহসান
বৈশাখ আমার আসে না মনে
গাজার আগুন বুকে জ্বলে,
বাঁশির সুর বাজে না মনে
কান্নার রোল জনে জনে।
ঢোল-তবলা বাজে না মনে
বাজে না একতারা,
গাজার আকাশে দেখা যায় না
সুখের সূর্য তারা।
বাদক তুমি বাজাও এবার
নতুন সুরের নতুন বাদ্যযন্ত্র,
মুসলিম উম্মাহ এক হয়ে যাক
আছে যারা পথভ্রষ্ট।