পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিনের ছুটি ঘোষণা

অবেরার ডাক।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রেস সচিব।

এদিকে সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হতে পারে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। এর সঙ্গে যুক্ত হয় ৩ দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি।

  • Related Posts

    খরতৈল মনসুর আলী স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি ২০২৫ অনুষ্ঠিত

    সুমন দাস পলক, জেলা প্রতিনিধি গাজীপুর।। আজ ০৮/১২/২০২৫ ইং তারিখ রোজ সোমবার ১০ ঘটিকায় খরতৈল মনসুর আলী স্কুল এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুরে ক্লাস পার্টি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে…

    বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত

    সুমন দাস, গাজীপুর প্রতিনিধি।। আজ ০৪.১২.২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১০ টা থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুরে ক্লাস পার্টি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *