‘আমার মা আমার পৃথিবী’- ডা: জিয়া হায়দার

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। পৃথিবীতে সবার কাছেই সবচেয়ে প্রিয় তার মা।সেই মা কে নিয়ে অল্প কিছু বাক্যে খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংকের সদ্য সাবেক পুষ্টি বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রখ্যাত চিকিৎসক ডা:জিয়াউদ্দিন হায়দার। তার লেখাটি হুবহু তুলে ধরা হলো অবেলার ডাকে।

বছর ঘুরে আবারও ফিরে আসলো বিশ্ব মা দিবস। আমার আম্মা ২০২০ সালের এপ্রিল মাসে আমার কাছ থেকে বিদায় না নিয়েই চলে গেছেন এমন এক দেশে, যেখানে গিয়ে ওনার ভালো-মন্দের কোনও খোঁজ নেওয়াই আমার পক্ষে আর সম্ভব না। শুধু পারি আল্লাহর কাছে দোয়া করতে, যেন তিনি আমার আম্মাকে সুরক্ষা দেন এবং বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করেন।

কিন্তু আপনাদের মধ্যে যারা ভাগ্যবান এবং এখনও মা আপনাদের আশেপাশেই আছেন, তাদের বলব, সময় থাকতে যতটা পারেন মায়ের পাশে থাকুন, মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। যখন আপনার “পারিবারিক সময়” আনন্দে কাটান, তখন সন্তানের মতো মাকেও পরিবারের কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করুন। আপনাদের পারিবারিক পরিকল্পনায় যদি সন্তানদের বাদ দিতে না পারেন, তাহলে মা-বাবাকে বাদ দিবেন কেন? আমাদের অতীত কৃষ্টি, সংস্কৃতি সব কিছুই মনে করিয়ে দেয় যে মা-বাবা আমাদের পরিবারেরই একটা অংশ, যাদের বাদ দিয়ে কোনও ধরনের পারিবারিক পরিকল্পনাই তৈরি হতে পারে না।

তথাকথিত আধুনিকতা, যেখানে মা-বাবা পরিবারের কেন্দ্রে থাকে না, আসুন সেই আধুনিকতাকে “না” বলি। মায়ের মুখের হাসিই হোক আমাদের পথ চলার শক্তি আর অনুপ্রেরণা।

  • Related Posts

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা।

    নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা। বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) …

    বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন এক একটি মৃত্যুর ফাঁদ

    মোঃ রিসালাত মীরবহর।। বরিশালে সড়কের বিভিন্ন পয়েন্ট যেন তৈরি হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। নগরীর বিভিন্ন ব্যাস্ততম সড়কের এসব পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *