জুলাই শহীদ পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দিলেন ঝালকাঠির জেলা প্রশাসক

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি : আজ, ১৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবর্গের মাঝে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ঝালকাঠি জেলায় শহিদ ৯ জন বীর সন্তানের পরিবারবর্গের হাতে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সন্তান বা স্বামী হারানো শহিদ পরিবারগুলোর এ ক্ষতি অপূরণীয়, তবে তারা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সে বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচেষ্ট। অনুষ্ঠানে শহিদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। এ আয়োজন জাতির প্রতি তাঁদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

  • Related Posts

    নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

    নলছিটিতে কোডেকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :   ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২২ মে ) সকাল…

    নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক।

    নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি আটক।   বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি   ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি ইতি আক্তার রঞ্জুকে(৩০) আটক করেছে পুলিশ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *